| সম্ভাব্য পুঁজি: | ১৫০০০০০ টাকা থেকে ৩০০০০০০ টাকা পর্যন্ত | |||
|---|---|---|---|---|
| সম্ভাব্য লাভ: | মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব। |
|||
| প্রয়োজনীয় উপকরণ: | বিদেশে ভ্রমণ নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ লোকবল। অত্যাধুনিক অফিস, যোগাযোগের সকল ব্যবস্থা থাকতে হবে। |
|||
| প্রস্তুত প্রণালি: | টুরিস্ট অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য হতে হবে। এবার একটি অফিস নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো, এমন জায়গায় অফিস নির্বাচন করা উচিত। অফিস সাজানো শেষে নিয়োগ দিতে হবে লোকবল। দেশ কিংবা বিদেশে বেড়াতে যাওয়ার অনেক ঝক্কি। বাস কিংবা প্লেনের টিকিট কাটা, হোটেল রিজার্ভেশন, খাবার, বেড়ানোর যানবাহন নানা ঝামেলা। তাই মানুষ এখন এসব দায়িত্ব কোনো ট্যুর অপারেটর প্রতিষ্ঠানকে দিয়ে নিশ্চিন্তে বেড়াতে চায়। ভোক্তার বিশ্বস্ততা অর্জন করতে হবে। |
|||
| বাজারজাতকরণ: | দেশ ও বিদেশের ভ্রমণপ্রিয় মানুষ, বিভিন্ন করপোরেট হাউস এ ব্যবসার ভোক্তা। প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন করপোরেট বিজনেস হাউসগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নানা প্যাকেজের সুবিধা ঘোষণা দিয়ে ছোট পরিসরে প্রচারের ব্যবস্থা রাখতে হবে। |
|||
| যোগ্যতা: | দেশে বিদেশের পর্যটনব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে। মনে রাখতে হবে, সুনামই পরবর্তী কাজ পাওয়ার সুযোগ তৈরি করবে। |
|||
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন