| সম্ভাব্য পুঁজি: | ৮০০০০০ টাকা থেকে ১৫০০০০০ টাকা পর্যন্ত | |||
|---|---|---|---|---|
| সম্ভাব্য লাভ: | ৫ ফুট বাই ৮ ফুটের একটি শিট ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। প্রতিটি শিট উৎপাদনে খরচ হয় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। |
|||
| প্রয়োজনীয় উপকরণ: | ড্রাম থেকে শিট, কাটিং মেশিন, রি-রোলিং মেশিন, প্রসেসিং মেশিন, জায়গা, লোকবল। |
|||
| প্রস্তুত প্রণালি: | কাঁচামাল হিসেবে পুরোনো ড্রাম কিনতে হবে। বিদেশ থেকে আমদানীকৃত তেল সরবরাহে এসব ড্রাম বাংলাদেশে আসে। টেন্ডারের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে এসব ড্রাম কিনে কাটিং মেশিন, রি-রোলিং মেশিন, প্রসেসিং মেশিন এর সাহায্যে প্রক্রিয়াজাত করে ড্রামকে স্টিলের শিটে রূপান্তর করা হয়। |
|||
| বাজারজাতকরণ: | বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে এ শিট প্রয়োজন হয়। দোকানের শাটার, রিকশা তৈরিতে এ শিট দরকার পড়ে। এখন তো গ্রামে ঘরের দরজাতেও অনেকেই স্টিলের শিট ব্যবহার করে। |
|||
| যোগ্যতা: | ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। |
|||
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন