সম্ভাব্য পুঁজি: | ২০০০০০০ টাকা থেকে ৫০০০০০০ টাকা পর্যন্ত | |||
---|---|---|---|---|
সম্ভাব্য লাভ: | মাসে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব । |
|||
সুবিধা: | হেক্টর প্রতি সর্বোচ্চ ৫ টন তেল পাওয়া যায়। |
|||
প্রয়োজনীয় উপকরণ: | অয়েল পাম ফল, তেল উৎপাদনের যন্ত্রপাতি। |
|||
প্রস্তুত প্রণালি: | অয়েল পাম ফলকে প্রক্রিয়াজাত করে দু‘ধরণের তেল পাওয়া যায়। ফলটির মাংসল অংশ (মেসোকার্প) থেকে পাম তেল আহরণ করা হয়, আর বীজ বা শাঁস থেকে পাওয়া যায় পাম কার্ণেল তেল। প্রতিটি ফল থেকে ৯ ভাগ পাম তেল ও ১ ভাগ পাম কার্ণেল তেল পাওয়া যায়। সংগৃহীত তাজা ফলকে দ্রুত কারখানায় নিয়ে ষ্টেরিলাইজ ও গুচ্ছবিহীন করার পর মাড়াই করে অপরিশোধিত তেল আহরণ করা হয়। চূড়ান্ত পরিশোধনের পর তেল খাদ্যে ব্যবহার উপযোগী স্বর্ণাভ হলুদ রংয়ের স্বাদহীন, গন্ধহীন তেলে পরিণত হয়। কোন দ্রাবক ছাড়াই শুধুমাত্র যান্ত্রিক ও ভৌত প্রক্রিয়ায় পাম তেল আহরণ করা হয় বলে পাম তেল একান্তভাবেই প্রাকৃতিক ভোজ্য তেল। পাম তেলে সম্পৃক্ত ও অসম্পৃক্ত উভয় প্রকারের ফ্যাটি এসিডের সুষম সমাহার ঘটায় ও এতে ভিটামিন ‘ই’ এর পরিমাণ অধিক মাত্রায় থাকায় পাম তেল প্রাকৃতিকভাবেই একটি স্থায়ী তেল। |
|||
বাজারজাতকরণ: | দেশের ভোজ্য তেলের বাজারে পাম তেলের ব্যবসা করা যায় । |
|||
যোগ্যতা: | অয়েল পাম ফল থেকে পাম তেল উৎপাদনের প্রক্রিয়া জানতে হবে । |
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিন্তু শিক্ষিত এসব মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না তেমন কেউ। বেকারত্ব বাড়ছে গাণিতিক হারে। আর তাই চাকরির বাজারে ঘুরে ঘুরে হতাশায় ডুবে যাচ্ছে তরুণ সমাজ। বুদ্ধি আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পথ চেনা নেই। তাই শ্রমশক্তির অপচয় হচ্ছে নানা সামাজিক অপরাধের মধ্য দিয়ে। পরিবারেও বাড়ছে অশান্তি। মুক্তির পথ জানা নেই, কিন্তু মুক্তি চাই। আমরা luckyideabd.com জানাচ্ছি আপনাকে সেই হতাশার জগৎ থেকে মুক্তির পথ। আমাদের ভুবনে আপনাকে স্বাগত।
আরো পড়ুন