স্বাগত। সামর্থ্যের মধ্যে পছন্দের বিভাগ থেকে খুঁজে নিন ব্যবসার আইডিয়া। লক্ষ্য স্থির করুন বিনিয়োগের ওপর মুনাফা পাওয়ার সম্ভাবনায়। জানুন উৎপাদনের প্রক্রিয়া এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে। আর্থিক সংকটে বসে থাকা আর নয়। এখন থেকে নিজের ভাগ্যোন্নয়নে কাজ করুন। হয়ে উঠুন নিজেই নিজের বস। Do Business, Be Your Boss
পণ্য : | খাবার হোটেল |
সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: | দিনে ৩ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। |
প্রস্তুত প্রণালি: | দিনে তিন বেলার খাবার আইটেম নির্বাচন করে মেন্যু চার্ট তৈরি করতে হবে। তারপর বাজার করা। সবশেষে ভোক্তার চাহিদা অনুযায়ী তা সরবরাহ করা। মাঝারি মানের একটি হোটেল চালাতে শুরুতেই দুজন বাবুর্চি এবং চারজন ওয়েটার নিতে হবে। |
বাজারজাতকরণ: | চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষরাই হোটেল রেস্টুরেন্টের মূল ভোক্তা। তবে শখ করে সব শ্রেণীর মানুষই মাঝে মাঝে হোটেলে খায়। । |
যোগ্যতা: | বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার ও সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। |